যে কোন দেশের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলে প্রতিটি কাজের অগ্রগতি ব্যহত হয়। বর্তমানে উন্নত বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ নিয়ন্ত্রিত হচ্ছে। বিশেষ করে আকাশ পথে বিমান আর সমুদ্রগামী জাহাজ কম্পিউটার ও বেতারযন্ত্র ছাড়া নিয়ন্ত্রনের উপায় নেই । এক দেশের সাথে আরেক দেশের দ্রুত যোগাযোগের মাধ্যম ইন্টারনেট । ডিজিটাল পদ্ধতি প্রতিষ্ঠিত হলে এক্ষেত্রে বড় ধরনের সাফল্য আসতে পারে । এভাবে সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় আনা সম্ভব।
Important of communication system is immense for the development of any country. Advancement of every work is obstructed if there is any restriction in communication. Presently, in the developed world, communication is being constructed by computer network. Specially there is no other way to control aircrafts in the sky and ships in the sea without computer and wireless network. The medium of fast communication with one country to another is internet. A huge success will come in this field if digital system is implemented. The whole world can be brought in the grip in this way.
Written By
SK Saif Al Islam
Follow me in: LinkedIn
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন